মাদারীপুর জেলার চ-িবর্দীর পীর মাওলানা আলী আহমাদ চৌধুরীর দাওয়াতে যাওয়ার আগ্রহ সামাল দিতে পারিনি। তিনি নিজে এসে তার ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তার দাওয়াত গ্রহণ করার আরো একটা বড় কারণ ছিল, এ সুবাদে ওই অঞ্চলে একবার ঘুরে আসা।...